আমাদের কথা :

যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা মানুষের একমাত্র উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে নিজেকে তৈরী করতে হলে মানুষকে বাস্তব ও কর্মমূখী অর্থাৎ হাতে কলমে শিক্ষা অর্জন করতে হবে। বর্তমান সময়ের/শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন যুগোপযোগী কারিগরি শিক্ষা। এই শিক্ষা দক্ষ জনশক্তি সৃষ্টিতে সহায়ক এবং একটি দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি।

তারই লক্ষ্যে প্রতিষ্ঠিত গাজীপুর মেডিকেল ইনস্টিটিউট। কয়েক বছর পূর্বে আমাদের দেশের কারিগরি শিক্ষার্থীর হার ছিল ৭%। বর্তমানে তা ১৪% এ উন্নিত হয়েছে। সরকারের লক্ষ্য আগামী ২০২০ সালে কারিগরি শিক্ষার্থীর হার হবে ২০% এবং ২০৪০ সালে তা উন্নিত হবে ৪০%। সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান গুলোতে কারিগরি শিক্ষার্থীর চাহিদা যথেষ্ট হারে বাড়ছে। বিগত কয়েক বছরের সার্কুলার/ নিয়োগ বিজ্ঞপ্তি এর প্রমান।

তাই সময়ের সাথে যুগোপযোগী শিক্ষা নিন। স্বাস্থ্য ও চিকিৎসা শাখাকে এগিয়ে নিন। “এসো শিক্ষার জন্য, বেরিয়ে যাও সেবার জন্য”। আপনার একটি সঠিক সিদ্ধান্ত পাল্টে দিতে পারে আপনার জীবন। পৌঁছে দিতে পারে সফলতার দ্বারপ্রান্তে। আপনার লক্ষ্য বাস্তবায়নে গাজীপুর মেডিকেল ইনস্টিটিউট সহায়ক ভূমিকা পালন করবে।